খুলনা: সারা দেশের মতো মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে খুলনাতেও অর্থনৈতিক শুমারি ২০২৪ শুরু হয়েছে। এ উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত, বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো. তবিবুর রহমান, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মো. আক্তার হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, দেশের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত সব ধরনের অর্থনৈতিক ইউনিট এ শুমারির আওতায় আসবে। অর্থনৈতিক শুমারি ২০২৪ সঠিকভাবে সম্পন্নের লক্ষ্যে ১০ থেকে ২৬ ডিসেম্বর (১৬ ও ২৫ ডিসেম্বর ব্যতীত ১৫ দিন) দেশব্যাপী মাঠ পর্যায়ে শুমারি তথ্য সংগ্রহ করা হবে। সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে অনুষ্ঠেয় শুমারিতে সারা দেশে মোট ৯৫ হাজার গণনাকারী ট্যাব ব্যবহার করে তথ্য সংগ্রহ করবেন। সংগৃহীত তথ্য নিরাপদে নির্ধারিত সার্ভারে সংরক্ষিত থাকবে। খুলনা বিভাগে দুজন সমন্বয়কারীর অধীনে ২৮২ জন জোনাল অফিসার, ২৮২ জন আইটি সুপারভাইজার, দুই হাজার ৭৬ জন সুপার ভাইজার ও ১০ হাজার ৭৪৬ জন গণনাকারী কাজ করবেন। খুলনা জেলা ও সিটি করপোরেশন এলাকায় মোট দুই হাজার ২৩০ জন গণনাকারী তথ্য সংগ্রহে নিয়োজিত থাকবেন। মূল শুমারি কার্যক্রমে তালিকায় বিদ্যমান অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত সব খানা, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং প্রতিষ্ঠানের মালিকানার ধরন, কাঠামো, লিগ্যাল স্ট্যাটাস, কর্মকাণ্ডের ধরনসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হবে। উক্ত কার্যক্রমে প্রথমবারের মতো Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতি ব্যবহার করা হবে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমআরএম/আরবি