ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মিয়ানমার পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণে বাংলাদেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
মিয়ানমার পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণে বাংলাদেশ ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা আরাকান আর্মির দখলে নেওয়ার খবর নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পরিস্থিতি কঠোরভাবে মনিটরিং (পর্যবেক্ষণ) করছে বাংলাদেশ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর।

বাংলাদেশ সীমান্ত-সংলগ্ন মিয়ানমারের ২৭০ কিলোমিটার এলাকা দখলে নিয়েছে আরাকান আর্মি। এতে বাংলাদেশ উদ্বিগ্ন কি না, জানতে চাইলে প্রেস সচিব বলেন, আমরা কঠোরভাবে মনিটরিং করছি। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি–সংক্রান্ত বিশেষ প্রতিনিধি নিয়োগ দিয়েছেন। তিনি খুব কাছ থেকে ফলোআপ করছেন। যে অংশীজনেরা আছেন তাদের সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুন: সংখ্যালঘুদের ওপর হামলা: ৮৮ মামলায় গ্রেপ্তার ৭০

শফিকুল আলম বলেন, রোহিঙ্গা সমস্যা নিয়ে আগামী বছর বড় ধরনের একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে এ আইডিয়া শেয়ার করেন প্রধান উপদেষ্টা।

প্রেস সচিব জানান, আগামী মার্চ-এপ্রিলে এ সম্মেলনের বিষয়বস্তু ঠিক করে সেকেন্ড হাফ সেপ্টেম্বর-অক্টোবরের দিকে এ সম্মেলন হতে পারে। আমরা আশা করছি, পৃথিবীর সব দেশ এ সম্মেলনে অংশ নেবে। বিশেষ করে যাদের এখানে ইন্টারেস্ট আছে, যেমন- চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, জাতিসংঘের বিভিন্ন সংস্থা তারা এখানে অংশ নেবে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।