মেহেরপুর: মুজিবনগরে ভারতীয় ফেনসিডিল, অ্যাকোরিয়াম ফিস ও নিষিদ্ধ ইউরিফেলিট্রপিন ইনজেকশনসহ চার চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬) মুজিবনগর ক্যাম্প।
বুধবার (১১ ডিসেম্বর) সকালে চুয়াডাঙ্গা ৬ বিজিবির মুজিবনগর বিওপি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের সীমান্তবর্তী সোনাপুর বাজারে অভিযান চালিয়ে চার চোরাকারবারিকে আটক করে।
আটক চোরাকারবারিরা হলেন- মুজিবনগর উপজেলার সীমান্তবর্তী আনন্দবাস গ্রামের পূর্বপাড়া এলাকার জহির খাঁ’র ছেলে মানিক হোসেন (২০), মৃত নূর বকসের ছেলে লাল্টু মিয়া (৩৫), রিয়াজ মল্লিকের ছেলে জাকিরুল ইসলাম (৩৩) এবং সোনাপুর মাঝপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে এনামুল হক (৩৫)।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মুজিবনগর থানায় নিয়মিত মামলা দিয়ে আটক চোরাকারবারিদের জব্দকৃত মালামালসহ সোপর্দ করা হয়েছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মুজিবনগর বিজিবি ৪ আসামিসহ জব্দকৃত মালামাল মুজিবনগর থানায় সোপর্দ করেছে।
আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৪
আরএ