ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভালুকায় একই ফ্যানে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
ভালুকায় একই ফ্যানে ঝুলছিল স্বামী-স্ত্রীর মরদেহ  প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় একই ফ্যানের সঙ্গে শাড়িতে ঝুলন্ত অবস্থায় স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তারা স্থানীয় ক্রাউন ফ্যাক্টরির শ্রমিক বলে জানা গেছে।

 

বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় জেলার ভালুকা উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।  

মৃতরা হলেন- সাগর ইসলাম (২২) এবং তার স্ত্রী নূপুর (১৯)। তারা নেত্রকোণা ও দিনাজপুরের বাসিন্দা বলে জানা গেছে।  

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, দুই মাস আগে ওই দম্পতি মাস্টারবাড়ী এলাকায় একটি বাসায় ভাড়া ওঠেন। আজ সন্ধ্যায় হঠাৎ তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কেন বা কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো জানা যায়নি। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানা যাবে।  

বাংলাদেশ সময়: ০৭৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।