ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মান্দায় ন্যায্যমূল্যের দোকানে ৫৫০ টাকায় গরুর মাংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
মান্দায় ন্যায্যমূল্যের দোকানে ৫৫০ টাকায় গরুর মাংস

নওগাঁ: ঊর্ধ্বগতির বাজারে ক্রেতাদের স্বস্তি দিতে নওগাঁয় চালু হয়েছে ন্যায্যমূল্যের মাংসের দোকান। যেখানে এক কেজি গরুর মাংস পাওয়া যাবে ৫৫০ টাকায়।

 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মান্দা উপজেলা অফিস সংলগ্ন বাজারে ন্যায্যমূল্যের মাংসের দোকানের উদ্বোধন করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া।  

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নুরুজ্জামানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা।

ইউএনও মো. শাহ আলম মিয়া জানান, বাজারে তুলনামূলক ভাবে গরু মাংসের দাম ৭০০ টাকা কেজি। ফলে সমাজের গরিব মানুষ ইচ্ছে হলেও মাংস কেনার সামর্থ্য ছিল না। সেই বিষয়টি চিন্তা করে নওগাঁ জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আউয়াল স্যারের নির্দেশে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে ২৫০ গ্রাম থেকে সর্বোচ্চ এক কেজি পর্যন্ত মাংস একজন ক্রয় করতে পারবেন।  ফলে সাধারণ মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী মাংস কিনে খেতে পারবেন।  

মান্দা উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় প্রথম দিকে একটি গরু জবাই করা হয়েছে। তবে চাহিদা অনুযায়ী গরুর সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এছাড়া সপ্তাহে একদিন গরুর মাংস বিক্রির তারিখ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।