ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি, পরীক্ষা বিভাগীয় শহরে

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৯ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি, পরীক্ষা বিভাগীয় শহরে

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এতে নিজস্ব পদ্ধতিতে ২০২৫ সালের ২২ ফেব্রুয়ারি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

এর আগে শনিবার (৭ ডিসেম্বর) গুচ্ছ থেকে বেরিয়ে আসে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১৭৯তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

একাডেমিক সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ সেশন থেকে এককভাবে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নেবে শাবিপ্রবি। এতে আগামী ৫ থেকে ২৫ জানুয়ারি ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। এরপর ২২ ফেব্রুয়ারি সকাল ও বিকেল দুবেলা বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিট এবং মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শাবিপ্রবির নিজস্ব পদ্ধতির ভর্তি পরীক্ষায় এবার প্রথমবারের মতো বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলো ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেটসহ গুরুত্বপূর্ণ বিভাগীয় শহরগুলোতে নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে কয়েকদিনের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে জানা গেছে।  

এদিকে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।