ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায়  মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা  মাদকবিরোধী অভিযানে ১৯ জনকে গ্রেপ্তার হয়েছে। এসময় সময় তাদের কাছ থেকে ৫২ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, ১৮৫ পিস ইয়াবা, ১ গ্রাম ৯ পুরিয়া হেরোইন, ১ বোতল এবং ১৫০০ মিলি দেশি মদ ও ৫০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এমএমআই/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।