ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজাহানপুরে চার পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
শাহজাহানপুরে চার পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর শাহজাহানপুর এলাকায় ছিনতাইয়ের ঘটনায় চারজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

তারা হলেন, মো. ছাইদুল ইসলাম (২৬) মো. ওমর ফারুক (২০) মো. হৃদয় (২০) ও মো. সোহাগ (২৬)।

শনিবার (১৪ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল শুক্রবার রাতে শাহাজানপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহাজানপুর থানা সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর  বাদী মো. আরিফুর রহমান তালতলা হতে মগবাজার যাওয়ার জন্য পায়ে হেঁটে রওয়ানা করেন। তিনি শাহজাহানপুর থানার আনসার ভিডিপি অফিসের বিপরীত পাশে রাস্তার উপর পৌঁছালে গ্রেপ্তারকৃতরা ধারালো চাকুর ভয় দেখিয়ে তার নিকট হতে টাকা-পয়সা ও মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাদীর চিৎকারে শাহজাহানপুর থানার টহল টিম জনসাধারণের সহায়তায় ছিনতাইকারীদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় মো. আরিফুর রহমান নিজে বাদী হয়ে শাহজাহানপুর থানায় মামলা রুজু করেন।

বাংলাদেশ সময়: ২২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এজেডএস/ এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ