ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের লামায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং সেখানকার ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

এর আগে, বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের সঙ্গে দেখা করেছেন, যাদের অস্থায়ী বাড়িতে হামলার সময় আগুন দেওয়া হয়েছিল।

 

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে জেলা প্রশাসন। জেলা কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর লামার কাছে একটি গ্রামে স্থায়ী বাড়ি রয়েছে। আগুন দেওয়া ঘরগুলো ছিল তাদের অস্থায়ী ‘টং’।

অগ্নিসংযোগের ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এফআইআর দায়ের করা ত্রিপুরা সম্প্রদায়ের একজন প্রবীণ এই ঘটনার জন্য ছয় প্রতিদ্বন্দ্বী ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের সদস্য এবং একজন বাঙালি মুসলমানকে আসামি করেছেন।

এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ত্রিপুরা সম্প্রদায়ের সদস্যদের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে শত্রুতা চলছিল। এই শত্রুতার জেরে অগ্নিসংযোগ করা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং দোষীদের গ্রেপ্তারে জোর প্রচেষ্টা চালাচ্ছে। অন্তর্বর্তী সরকার এ ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমইউএম/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।