ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
সিলেটে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩

সিলেট: সিলেট সীমান্ত দিয়ে আসা ৩০০ বস্তা ভারতীয় চিনির চালান আটক করেছে এসএমপি পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়, শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে একটি কাভার্ডভ্যানে ৩০০ বস্তা চিনি জব্দ করা হয়। জব্দকৃত চিনির বাজার দর ১৮ লাখ টাকা হবে বলে জানানো হয়।

এ ঘটনায় আটকরা হলেন-জামালপুর জেলার মেলান্দহ থানার সোলতানখালি গ্রামের মৃত খয়রাতুল জামানের ছেলে মো. মোনতাজ আলী (৪০), রাজশাহী জেলার কাটাখালি উপজেলার শমসাদিপুর গ্রামের আব্দুল হোসেন বিসুর ছেলে মো. রায়হান (৩৫) এবং একই গ্রামের বুদ্দু মিয়ার ছেলে মো. রাজ আলী (১৮)।

অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসএমপির শাহপরান (র.) থানা পুলিশ এসআই (নিরস্ত্র) মো. সানাউল ইসলামের নেতৃত্বে শনিবার পৌনে ২টার দিকে সিলেট-তামাবিল সড়কে পীরেরবাজার এলাকায় চৌকি বসিয়ে তল্লাশি চালায়। এ সময় একটি কাভার্ডভ্যানকে সিগন্যাল দিলে পালোনোর চেষ্টা করে। কাভার্ডভ্যানটি সিলেট শহরের দিকে চিনি নিয়ে আসছিল। অভিযানে চিনির চালানসহ তিনজনকে আটক করা হয়।

এ সময় তল্লাশি চালিয়ে কাভার্ডভ্যান থেকে ৩০০ বস্তায় ১৫ হাজার কেজি ভারতীয় চিনি উদ্ধার করা হয়।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটকরা জানান, আটক চিনির মালিক সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাজাইর গ্রামের আব্দুল হামিদের ছেলে মো. আমিনুল হক (৫৫)। তারা পরস্পর যোগসাজশে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি বাংলাদেশে এনে বিক্রির পরিকল্পনা করছিলেন। ভারতীয় চিনির বস্তাগুলো পরিবর্তন করে বাংলাদেশি লেখা সম্বলিত বস্তায় প্যাকেটজাত করা হয়েছিল, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়া যায়। এ ঘটনায় এসআই মো. সানাউল ইসলাম বাদী হয়ে শাহ পরান (রহ.) থানায় ৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা  করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৪
এনইউ/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।