ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে পতাকার লাল সবুজ আলোয় সেজেছে নারায়ণগঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
বিজয় দিবসে পতাকার লাল সবুজ আলোয় সেজেছে নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকার লাল সবুজ রঙের আলোকসজ্জায় সেজেছে নারায়ণগঞ্জ।  

রোববার (১৫ ডিসেম্বর) রাতে জেলার বিভিন্ন উপজেলা ও শহর ঘুরে রাষ্ট্রীয় ভবন, স্কুল-কলেজ, অফিস ও বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয়ে লাল সবুজ আলোয় আলোকসজ্জা করতে দেখা গেছে।

 

সরেজমিনে দেখা যায়, মহান বিজয় দিবসকে ঘিরে শহরের সব রাষ্ট্রীয় স্থাপনা, শহরের প্রাণকেন্দ্রে সরকারি-বেসরকারি ভবন, উপজেলাগুলোতে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস ও স্কুল-কলেজে আলোকসজ্জা করা হয়েছে। প্রতিটি আলোকসজ্জাতেই পতাকার রঙের লাল সবুজ বাতি ব্যবহার করা হয়েছে।  

এদিকে বিজয় দিবস উপলক্ষে শহরের চাষাঢ়ায় বিজয় স্তম্ভকে ইতোমধ্যে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। সুর্যোদয়ের পর সেখানে পুস্পস্তবক অর্পণ করবে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।