ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়া সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
আখাউড়া সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্য রেখায় বাংলাদেশ-ভারতের সেনাবাহিনীর মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়েছে।  

বিজয় দিবস উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে দুদেশের সেনাবাহিনীর উচ্চপর্যায়ের কর্মকর্তারা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

 এ সময় একটি ব্যানারে বাংলাদেশ-ভারতের ৫৩ বছরের বন্ধুত্বের কথা লেখা থাকতে দেখা যায়।  

সাক্ষাতের বিষয়টি আখাউড়ার ইউএনও গাজালা পারভীন রুহি নিশ্চিত করেছেন।

জিওসি ৩৩ পদাতিক ডিভিশনের মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক বাংলাদেশের পক্ষে এ সাক্ষাতে নেতৃত্ব দেন। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১০১ কমিউনিকেশন জোন এর কমান্ডার মেজর জেনারেল সুমিত রানা। এ সময় উভয় জেনারেলের স্টাফ অফিসার ছাড়াও বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।