ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
বগুড়ায় গোসলে নেমে গৃহবধূ নিখোঁজ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে নেমে আয়েশা খাতুন (২০) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নদীর পানিতে ডুবুরি দল অনেক খুঁজেও আয়েশাকে পাননি।

এর আগে সকালে উপজেলায় বাঙালি নদীর বিলচাপড়ী এলাকায় নিখোঁজ হন আয়েশা।  

নিখোঁজ আয়েশা খাতুন বগুড়া ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী দক্ষিণপাড়ার আবু বক্কারের স্ত্রী।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আবু বক্কার-আয়েশা দম্পতির বাড়ি বিলচাপড়ী দক্ষিণপাড়া এলাকায় বাঙালি নদীর তীরে। সকাল ৬টায় বাড়ি থেকে বের হয়ে বাঙালি নদীতে একা গোসল করতে নামেন আয়েশা খাতুন। প্রায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও আয়েশা বাড়ি ফিরে যাননি। এ সময় আয়েশাকে খোঁজার জন্য নদীর তীরে যান আবু বক্কার। কিন্তু আয়েশাকে পাওয়া না গেলেও তার পায়ের এক জোড়া স্যান্ডেল নদীর তীরে পড়ে রয়েছে। স্ত্রীকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস কর্মীদের সংবাদ দেন আবু বক্কার। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সন্ধান করে নদীর পানিতে আয়েশাকে পাওয়া যায়নি।

ধুনট ফায়ার সার্ভিসের দলনেতা হামিদুল ইসলাম বলেন, রাজশহীর ডুবুরি দলের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরও নিখোঁজ গৃহবধূর সন্ধান করতে পারেনি। ফলে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার তৎপরতা বন্ধ করে কার্যালয়ে ফিরে গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, গৃহবধূর নিখোঁজ হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।