ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্তবর্তী আলুক্ষেতে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
সীমান্তবর্তী আলুক্ষেতে মিলল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর সীমান্ত এলাকার একটি আলুক্ষেত থেকে শ্যাম চরণ পাহান (৬৩) নামে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ভারত সীমান্তের কাঁটাতার থেকে প্রায় ২০০ গজ পূর্বদিকে বাংলাদেশের অভ্যন্তরে মরদেহটি পাওয়া যায়।

 

খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিহত শ্যাম চরণ পাহান উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ, বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সীমান্তবর্তী তাজপুর গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুক্ষেতে মরদেহটি দেখে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে মরদেহটি শ্যাম চরণের বলে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেন।  

নিহত শ্যাম চরণের ছেলে প্রণব পাহান বলেন, আমার বাবা প্রায় দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন। তিনি বাড়িতেই থাকতেন। দিনে যেন বাইরে না যান, সেজন্য মাঝে মধ্যে পায়ে শিকল দিয়েও বেঁধে রাখতাম। সোমবার রাতে পায়ের শিকল খুলে দিয়ে বাবাকে ঘরে শুইয়ে দিয়ে আমরাও সবাই ঘুমিয়ে পড়ি। এরপর গভীররাতে টয়লেটে যাওয়ার জন্য বের হয়ে দেখি বাবা ঘরে নেই। রাতে এলাকার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাইনি। সকালে লোকজনের মুখে জানতে পারি, সীমন্তের পাশের আলুক্ষেতে আমার বাবার মরদেহ পাওয়া গেছে।

কড়িয়া বিওপি বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মোহাম্মদ শাহ আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।