চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে ১০টি বাল্কহেড ও একটি ড্রেজারসহ ৩৮ জন দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্থ বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি) স্টেশন চাঁদপুর কর্তৃক চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি ড্রেজার, ১০টি বাল্কহেড জব্দসহ ৩৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও আটক দুষ্কতিকারীদের বিরুদ্ধে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য চাঁদপুর সদর থানা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অভিযানে কোস্টগার্ডের সঙ্গে নৌপুলিশ সার্বিক সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২৪
এসআরএস