বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. আবু মোকাদ্দেম আলী (৫৯) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মোকামতলার মুরাদপুর নামক স্থানে রংপুর-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত মো. আবু মোকাদ্দেম আলী দিনাজপুর জেলার সদর উপজেলায় বাসিন্দা৷ তবে তিনি পরিবারসহ বগুড়ার জলেশ্বরীতলা এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, মোকাদ্দেম আলী মোটরসাইকেল করে দিনাজপুর থেকে বগুড়া আসছিলেন। সন্ধ্যায় মোকামতলার মুরাদপুর নামক স্থানে পৌঁছালে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান৷ এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান জানান, মোকাদ্দেম আলী গত বছর চাকরি থেকে অবসর নিয়েছিলেন। তিনি সর্বশেষ বীরগঞ্জ সার্কেল অফিসে কর্মরত ছিলেন। খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
কেইউএ/এসআই