ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, ডিসেম্বর ২০, ২০২৪
বগুড়ায় ইজতেমায় যৌতুকবিহীন বিয়ে বিয়ে পড়ানো হচ্ছে

বগুড়া: বগুড়ার ধুনট পৌরসভার পূর্ব ভরনশাহী গ্রামের ইজতেমায় দুই তরুণ-তরুণীকে যৌতুকবিহীন বিয়ে দেওয়া  হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) মাগরিবের নামাজের পর কন্যার অনুপস্থিতিতে ইজতেমার ময়দানে তাদের বিয়ে দেওয়া হয়।

বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ঢাকার কাকরাইল মসজিদের মার্কাস মসজিদের মুরবিব মাওলানা আব্দুল রহিম সাহেব। এসময় মেয়ের বাবা ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চকডাকাতিয়া গ্রামের মাওলানা আব্দুল হালিম তার মেয়ের পক্ষে উকিল নিযুক্ত হয়ে এ বিয়ে সম্পাদন করেন। বিয়ের সময় পাত্র হাফেজ আব্দুল মালেক ও তার বাবা রাঙ্গামাটি গ্রামের আব্দুল খালেক ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন।  
 
ইজতেমা ময়দানে বিয়ে সম্পাদন বিষয়ে মুফতি খোরশেদ আলম জানান, যৌতুকবিহীন সমাজ ব্যবস্থা গড়তে এ বিয়ের আয়োজন করা করা হয়। এসময় পর্দার কারণে কনে ইজতেমা ময়দানের পাশে স্থানে অবস্থান করেন। আর বর পক্ষ ইজতেমা ময়দানে উপস্থিত ছিলেন। এরপর নব দম্পতির জন্য ইজতেমা ময়দানে দোয়া করা হয়।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।