ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
বীরগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ দুর্ঘটনাস্থল

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে কবিরাজহাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাধব রায় (২৪) ও দিপু রায় (৩০) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।  

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে দিনাজপুর-পঞ্চগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাধব জেলার চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামের শিক্ষক কৈশিক রায়ের ছেলে ও দিপু একই এলাকার বাসিন্দা।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কিছুদিন আগে কেনা মোটরসাইকেল নিয়ে ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুর বাগানে ঘুরতে গিয়েছিলেন মাধব ও দিপু। বাড়ি ফেরার পথে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজ হাটে পৌঁছালে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাধবের মৃত্যু হয়। আহত দিপুকে বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৪
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।