ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে ক্রিস্টাল আইস ও হেরোইনসহ আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
পঞ্চগড়ে ক্রিস্টাল আইস ও হেরোইনসহ আটক এক জব্দকৃত হেরোইন ও ক্রিস্টাল আইস

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চেকপোস্টে যাত্রীবাহী বাস থেকে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম হেরোইনসহ হরসিত রায় (২৫) নামে এক যুবক আটক করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম।

এর আগে সকাল ১১টার সময় জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান মাঝিপাড়া এলাকায় তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে অবস্থিত চেকপোস্ট থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।

আটক হরসিত রায় জেলার দেবীগঞ্জ উপজেলার ফুলবাড়ি সুন্দরদিঘী এলাকার দর্মনারায়ণ রায়ের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পঞ্চগড় ব্যাটালিয়নের (১৮ বিজিবি) অধীনস্থ মাঝিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ওই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪৩৪/এমপি থেকে আনুমানিক ৯০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে মাঝিপাড়া এলাকায় অবস্থিত চেকপোস্টে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে মাদক/চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী দোয়েল নামক যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে ১ কেজি ৭৯০ গ্রাম ক্রিস্টাল আইস এবং ৯০৫ গ্রাম হেরোইনসহ হরসিত রায়কে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ধারকৃত মাদকের সর্বমোট সিজার মূল্য নয় কোটি তের লাখ দশ হাজার টাকা।  

প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক ক্রিস্টাল আইস ও হেরোইন জব্দের কথা নিশ্চিত করা হয়েছে। জব্দকৃত ক্রিস্টাল আইস ও হেরোইন অধিকতর শনাক্তকরণের নিমিত্তে ল্যাবে পাঠানো এবং আটক আসামিকে তেঁতুলিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়েনের অধীনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের ভিত্তিতে এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে মাদকসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।