ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক দ্রব্য বহন ও সেবনের অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ছয়টা থেকে রোববার (২২ ডিসেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালান হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাজধানীর বিভিন্ন এলাকা মাদক বিরোধী অভিযানে ১৭ জনকে গ্রেপ্তার হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৪০৬২ পিস ইয়াবা, ৯১ পুরিয়া হেরোইন ও ৪৩৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে ১১ টি মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৩৯ঘণ্টা, ডিসেম্বর ২২,২০২৪
এমএমআই/এমএম