ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

এবার গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এবার গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

গাজীপুর: এবার গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট।

রোববার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভাংনাহাটি এলাকায় এম এন্ড ইউ ট্রিমস্ নামে ওই কারখানা এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

কারখানা কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কারখানাটির কেমিক্যাল গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে জয়দেবপুর, শ্রীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় কারখানার গুদামে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের কয়েকটি শব্দ হয়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আল মামুন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের কর্মীরা কাজ করছেন। প্রথমে ওই কারখানার কেমিক্যাল গুদামে আগুন লাগে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত জানা যায়নি। এতে হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।

সম্প্রতি বেশ কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে। এর আগে গত শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকার বনানী কে ব্লকের ২২ নম্বর সড়কের বস্তিতে আগুন লাগে। এতে বেশ কয়েকটি বস্তি ঘর পুড়ে গেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তারও আগে শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর বনশ্রীর ‘সি’ ব্লকের ৪ নম্বর সড়কের ১৬ নম্বর বাসায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সেদিন সকালে উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় দুপুরে তা নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ভবন থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে। রেস্তোরাঁ ও সেই ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আগুনে কোনো হতাহতের খবর মেলেনি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।