ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড

গাজীপুর: টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তাবলিগ জামায়াতের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মাওলানা সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর আল মামুন শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, মাওলানা সাদ অনুসারী নেতা মুয়াজ বিন নূরকে আদালতে নেয়া হয়। পরে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। এ সময় শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার ময়দানে পাঁচ দিনের জোড় ইজতেমা করা নিয়ে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৩জন নিহত ও শতাধিক আহত হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী নেতা এসএম আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকশ জনকে আসামি করা হয়। ওই মামলায় ১৯ ডিসেম্বর গভীর রাতে ঢাকার উত্তরা এলাকায় বাসা থেকে মুয়াজ বিন নূরকে পুলিশ গ্রেপ্তার করে।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
আরএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।