ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ  শিক্ষার্থীদের

সাভার: ঢাকার সাভারে বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার নিহতের ঘটনায় চালক ও চালকের সহযোগীকে গ্রেপ্তারের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।  

সোমবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কটির উভয় লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

এসময় মহাসড়কটির উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এর আগে গতকালও ঘাতক বাসচালক ও সহযোগীকে গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবিতে মহাসড়কটি ১ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।  

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, গতকালের মতো একই দাবিতে শিক্ষার্থীরা আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে সড়কটি অবরোধ করেছে। আমরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি।

প্রসঙ্গত, গত শনিবার ভোরে ঠিকানা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সিআরপি নার্সিং কলেজের শিক্ষার্থী প্রত্যয় সরকার মারা যান।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।