ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাস্তায় পড়ে ছিল গ্যারেজমালিকের রক্তাক্ত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
রাস্তায় পড়ে ছিল গ্যারেজমালিকের রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়ে ছিল গ্যারেজমালিকের রক্তাক্ত মরদেহ

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে একটি গ্যারেজের মালিক বিল্লাল মিয়াকে (৬০) হত্যা করে অটোরিকশার নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।  

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বায়েক এলাকার একটি রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার বাসিন্দা।

নিহতের বড় ভাই রহমত উল্লাহ বলেন, রোববার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় বিল্লাল মিয়া। এরপর থেকে আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। রাত ১২টা পর্যন্ত অনেকেই তাকে দেখেছে, কিন্তু সে বাড়ি ফিরে আসেনি। সকালে ঘুম থেকে উঠেই তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী আমাদের খবর দেয়। খবর পেয়ে আমরা গিয়ে তার মরদেহ দেখতে পাই। তার অটোরিকশাটি পাওয়া যায়নি।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ছুড়িকাঘাত করে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে,  তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তাদের দ্রুত শনাক্ত করে আটক করার চেষ্টা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।