ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের মতো স্বাস্থ্যসেবা পাবেন সাংবাদিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
সচিবালয়ে সরকারি কর্মকর্তাদের মতো স্বাস্থ্যসেবা পাবেন সাংবাদিকরা

ঢাকা: সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এখন থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা পাবেন।

রোববার (২২ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সিনিয়র সহকারী সচিব শরিফুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, গত ১৭ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের একটি মতবিনিময় সভা হয়। সেখানে আলোচনার পরিপ্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ অবস্থায় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সচিবালয়ের অভ্যন্তরে অবস্থিত ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২৪
জিসিজি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।