গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বোর্ডবাজার এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আসিফ (২৫) নামে এক শিক্ষার্থীর নিহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর মেট্রোপলিটনের গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) জহির উদ্দিন জানান, মোটরসাইকেলযোগে আসিফসহ দুজন ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের মোটরসাইকেলটি বোর্ডবাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে আসিফ ও তার বন্ধু গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুরের তারগাছ এলাকায় তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এক পর্যায়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আসিফকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহত অপরজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। তার নাম পরিচয় জানা যায়নি। তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৪
আরএস/আরবি