ঢাকা, শনিবার, ১৫ ভাদ্র ১৪৩২, ৩০ আগস্ট ২০২৫, ০৬ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নীলফামারীতে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, ডিসেম্বর ২৯, ২০২৪
নীলফামারীতে আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাসহ দুইজনকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।  

রবিবার (২৯ ডিসেম্বর) ভোরে তাদের নিজ নিজ বাড়ি হতে আটক করা হয়।

আটককৃতরা হলেন উপজেলার ঝুনাগাছ চাঁপানী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এবং শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. রেজাউল হক ও নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের ভাগনে উক্ত ইউনিয়নের আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক তারেক বিন হক।

বিষয় নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।