ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বন বিভাগের কাজ করতে গিয়ে ১৯ শ্রমিক অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
বন বিভাগের কাজ করতে গিয়ে ১৯ শ্রমিক অপহৃত

কক্সবাজার: টেকনাফ উপজেলায় বন বিভাগের কাজ করতে গিয়ে ১৯ জন শ্রমিক অপহৃত হয়েছে বলে অভিযোগ উঠেছে। কয়েকজন দুর্বৃত্ত তাদের তুলে নিয়ে গেছে।

অপহরণের শিকারদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা হ্নীলা ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে ১৯ শ্রমিককে অপহরণ করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।

তিনি বলেন, সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপণ করতে যান বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ শ্রমিক। কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে শ্রমিকদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায়। এ তথ্য আমাকে জানিয়েছেন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা।

খবর পেয়ে বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা অপহৃতদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছে বলেও জানান শেখ এহসান উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।