বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে বগুড়া শহীদ খোকন পৌর শিশু উদ্যান হয়ে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
জাসাস বগুড়া জেলার আহ্বায়ক ওয়াহেদ মুরাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামাল পাশা রানার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউর করিম বাদশা।
এ সময় তিনি বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উদ্দেশ্য নিয়ে জাসাসকে প্রতিষ্ঠা করেছিলেন আজ সময় এসেছে, জাসাসের সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার। আমরা দেশীয় সংস্কৃতি ধারণ ও লালনের মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর শকুনের দৃষ্টি পড়েছে। সব দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ আছি।
এ সময় জাসাসের জেলা ও উপজেলা এবং পৌর কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
আরএ