ঢাকা, শনিবার, ১৯ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে আকিজের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
হবিগঞ্জে আকিজের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪   বিস্ফোরণে ঘরটির চালা উড়ে গেছে

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।


 
নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী ও বাকি তিনজন আকিজের শ্রমিক বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
 
নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন। এসময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘরের চালা উড়ে যায়। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা গেছেন।  

এএসপি আরও জানান, নিহতদের মধ্যে প্রকৌশলী রিয়াজ উদ্দিনের (২৮) বাড়ি ভোলা। নিহত তিন শ্রমিক হলেন- চাঁদপুরের মিনাজ গাজী (৩৫), মাহফুজ মিয়া (৩০) ও ইব্রাহিম মিয়া (৬০)। এছাড়া বিস্ফোরণে আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন।  


বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।