ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে হবে: সামান্তা শারমিন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
১৫ জানুয়ারির মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে হবে: সামান্তা শারমিন ছবি: ডিএইচ বাদল

ঢাকা: জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেছেন, জানুয়ারির ১৫ তারিখের মধ্যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে।  

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর ইউনিটি’ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

 

সামান্তা বলেন, জানুয়ারির ১৫ তারিখের মধ্যে জুলাই প্রোক্লেমেশন ঘোষণা না করলে ছাত্রজনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে। ছাত্রজনতার প্রতি অনুরোধ, আপনারা বিচার ও সংস্কার নিশ্চিত না করে রাজপথ ছাড়বেন না।  

ছবি: শাকিল আহমেদএ কর্মসূচিতে যোগ দিতে দুপুরের আগ থেকেই শহীদ মিনার অভিমুখে ছাত্র-জনতার ঢল নামে।  বিকেল সাড়ে ৩টার দিকে দেখা যায়, বিভিন্ন জেলা ও থানা থেকে ছাত্র-জনতা মিছিল নিয়ে শহীদ মিনারে জড়ো হয়েছে। উপস্থিতির অধিকাংশই তরুণ।

ছাত্র-জনতার উপস্থিতিতে শহীদ মিনার কানায় কানায় পূর্ণ হয়েছে। শহীদ মিনারের স্থান পেরিয়ে দুপাশের পথে এবং আশেপাশে অনেকে স্থান ছাত্র-জনতায় পূর্ণ হয়ে গেছে। তারা নানা স্লোগান দিচ্ছে। তারা জুলাই অভ্যুত্থানের সময়ের জনপ্রিয় স্লোগানগুলো পুনরায় দিচ্ছে।

এ সময় ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা; ঢাকা, ঢাকা’সহ নানা স্লোগান দিতে শোনা যায়। অনেকে হাতে বাংলাদেশের পতাকা নিয়ে এসেছেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
এফএইচ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।