হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে আহমদ আলী সুমন (২২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে অপর আরোহী।
বুধবার (১ জানুয়ারি) দুপুর দেড়টায় নবীগঞ্জ উপজেলার মুড়াউড়া ব্রিজের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন হবিগঞ্জের বাহুবল উপজেলায় চলিতাতলা গ্রামের ছোরাব আলীর ছেলে।
পায়ে আঘাতপ্রাপ্ত মোটরসাইকেল চালক বাহুবলের হামিদনগর গ্রামের আরজু মিয়ার ছেলে কামরান আহমেদ (২১) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
শেরপুর হাইওয়ে থানার সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) ওয়াজ উদ্দিন বাংলানিউজকে জানান, সুমন ও কামরান মোটরসাইকেলে করে বাহুবল থেকে সিলেট অভিমুখে যাচ্ছিলেন। মুড়াউড়া ব্রিজের কাছে পৌঁছানোর পর মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা একটি বাস ও বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক্টরের মাঝে ঢুকে নিয়ন্ত্রণ হারায়।
এসময় মোটরসাইকেল আরোহী সুমন ছিটকে পড়ে গেলে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই মারা যান। চালক কামরান পায়ে সামান্য আঘাত পেয়েছেন।
তিনি আরও জানান, সুমনের মরদেহ, দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও মোটরসাইকেলটি শেরপুর হাইওয়ে থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। কামরান স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৫
আরএ