ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

মাটিতে পোঁতা ছিল রিকশাচালকের বস্তাবন্দি মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৫
মাটিতে পোঁতা ছিল রিকশাচালকের বস্তাবন্দি মরদেহ  উদ্ধার হওয়া রিকশাচালকের বস্তাবন্দি মরদেহ 

ফরিদপুর: গলা কেটে হত্যার পর বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা অবস্থায় আব্দুল হালিম শেখ (২৫) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা শহরের গুহলক্ষ্মীপুর মডেলটাউন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত হালিম একই শহরের মধ্যে আলীপুর এলাকার মৃত আব্দুর রব শেখের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নিজ বাড়ি থেকে বের হন রিকশাচালক আব্দুল হালিম। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। কোথাও খুঁজে না পেয়ে পরিবার শুক্রবার (৩ জানুয়ারি) কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ মাঠে নামে রিকশাচালক হালিমের খোঁজে। অতঃপর শনিবার দুপরে গলা কাটা অবস্থায় মাটিতে পুঁতে রাখা হালিমের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুটি টিম।  

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের রিকশা একটি রান্নাঘর থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিকশা নেওয়ার পর তাকে হত্যার পর বস্তাবন্দি করে মাটিতে পুঁতে রাখা হয়েছে। এ ব্যাপারে আরও তদন্ত চলছে, বিস্তারিত পরে জানাতে পারব।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।