লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ তিনটি ইটভাটাকে ৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটাগুলোর মধ্যে সুমাইয়া ব্রিকসকে দুই লাখ টাকা, এলএমবি ব্রিকসকে দুই লাখ টাকা ও আল্লার দান ব্রিকসকে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের সিনিয়র সহকারী সচিব (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে অভিযান চালিয়ে ভাটাগুলোর জরিমানা করা হয়। এসময় কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাস উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের লক্ষ্মীপুর কার্যালয়ের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, ভাটাগুলো অবৈধ ছিল। কাঠ পুড়িয়ে ইট তৈরি করতো। যা আইনত দণ্ডনীয়। অভিযান চলিয়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কাঁচামাল ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, রোববার রামগতিতে চরআফজল গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৩টি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।
বাংলাদেশ সময়: ০৭১৫, জানুয়ারি ০৭, ২০২৫
আরএ