ঢাকা: রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাত ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনীর একটি টিম।
গ্রেপ্তারকৃতরা হলো মো. সাগর ওরফে বুলেট (২০) মো. রবিউল সানি (২০) মো. বাপ্পী (২৫) জীবন ওরফে হৃদয় (২১) মো. আকাশ ওরফে রানা (২৮), মো. ইমন হোসেন (২২) ও মো. মারুফ (২৮)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল (৬ জানুয়ারি) রাতে হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় হাজারীবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত হতে দুটি ধারালো ছুরি, দুটি ধারালো সুইচ গিয়ার, দুটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদে হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধ সংলগ্ন শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্কুল এন্ড কলেজের সামনে ফাঁকা জায়গায় একটি কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত এলাকায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত দৌঁড়ে পালিয়ে যায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় গ্রেপ্তারকৃত সাতজনসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
থানা সূত্র আরো জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে হাজারীবাগ, মোহাম্মদপুর এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা ঘটনার দিন হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। মো. সাগর ওরফে বুলেট, মো. রবিউল সানি, মো. বাপ্পী ও মো. আকাশ ওরফে রানার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, হত্যা চেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৫
এজেডএস/এমএম