সিলেট: সিলেটের কৃতিসন্তান প্রখ্যাত আলেম শায়খুল হাদিস জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র উপদেষ্টা আল্লামা মুকাদ্দাস আলী (বারগাত্তার মুহাদ্দিস) আর নেই।
বুধবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের জকিগঞ্জ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন)।
মুন্সিবাজার মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল্লাহ বিন ইসমাইল তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বার্ধক্যজনিত কারণে শায়খুল হাদিসআল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল হয়েছে। মরহুমের জানাজা আজ বুধবার বিকাল সাড়ে ৪টায় জকিগঞ্জের সোনাসার সংলগ্ন পূর্ব মাঠে অনুষ্ঠিত হবে।
সিলেট অঞ্চলে ‘বারগাত্তার হুজুর’ নামে খ্যাত শায়খুল হাদিস মুকাদ্দাস আলী ১৯৩৩ সালে ভারত সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার বারগাত্তা গ্রামে জন্মগ্রহণ করেন।
প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপ্তির পর ১৯৬০ সালে শায়খ মুকাদ্দাস আলী নিজ জন্মস্থান জকিগঞ্জ উপজেলার মুনশিবাজার মাদরাসায় শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। মৃত্যুর আগ পর্যন্ত এই শায়খুল হাদিস দীর্ঘ ৬৬ বছর ধরে হাদিসের সর্বোচ্চ কিতাব বুখারির দারস দিয়ে আসছিলেন।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এনইউ/এসএএইচ
বাংলাদেশ সময়: ১২:৪৬ পিএম, জানুয়ারি ৮, ২০২৫ /