ময়মনসিংহ: ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ট্রাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ঘটনাস্থলেই দুই বাইক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ফায়ার সার্ভিসের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম আল আকসা। তিনি ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার বাসিন্দা। তবে নিহত অপরজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
এছাড়াও গুরুতর আহত যুবকের নাম ফাহাদ মাহমুদ ফারাবী। তিনি নগরীর সেনবাড়ী সানকি পাড়া এলাকার বাসিন্দা আবুল হাসেমের ছেলে।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘন কুয়াশার মধ্যে হঠাৎ দ্রুতগতিতে আসা একটি বাইক দাঁড়িয়ে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
আরএ