ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাঙ্গায় ছাদের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
ভাঙ্গায় ছাদের দরজার পাশে পড়েছিল কেয়ারটেকারের হাত-পা বাঁধা মরদেহ

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় হাত-পা বাঁধা অবস্থায় ওহাব মাতুব্বর (৭০) নামে এক কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকালে মরদেহটি উদ্ধারের বিষয় নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান।

 

এর আগে বুধবার (০৮ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দা গ্রামের মৃত চিকিৎসক জালাল উদ্দিনের বাড়ির দোতলা থেকে কেয়ারটেকারের মরদেহটি স্থানীয়রা খুঁজে বের করে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

নিহত ওহাব মাতব্বরের বাড়ি পার্শ্ববর্তী তুজারপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে এই বাড়িতে কেয়ারটেকারের দ্বায়িত্বে ছিলেন।  

এ নিয়ে জেলায় এক সপ্তাহে খুন হওয়া চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল বলেন, ওই গ্রামের বাসিন্দা চিকিৎসক জালাল উদ্দিন অনেকদিন আগে মারা গেছেন। তার স্ত্রী এবং তিন মেয়ে ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ি দেখাশোনার জন্য কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন ওহাব মাতুব্বর। মাঝে মধ্যে ওই চিকিৎসকের স্ত্রী ও মেয়েরা বাড়িতে বেড়াতে আসেন।  

তিনি আরও জানান, বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাই ওহাব মাতব্বরের মরদেহ দ্বিতীয় তলার বাড়ির ছাদে ওঠার দরজার পাশে পড়ে রয়েছে। সংবাদ পেয়ে আমিসহ থানার কয়েকজন পুলিশ ঘটনাস্থলে যাই। পরে কেয়ারটেকারের মরদেহ উদ্ধার করা হয়। সিআইডির একটি দলও ঘটনাস্থলে রয়েছে। কি কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।