ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শুক্রবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
নওগাঁ সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শুক্রবার নওগাঁ, সীমান্ত

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলার বস্তাবর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় বন্ধ হয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কাঁটাতারের বেড়া। এরপর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকের আহ্বান করে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে মোবাইল ফোনে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁর ১৪-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, গতকাল নওগাঁর বস্তাবর এলাকায়
বিএসএফর একটি দল কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। এসময় বিজিবির পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণে আপত্তি জানানো হয়। পরে বিজিবির আপত্তির মুখে কাজ বন্ধ রাখে বিএসএফ। এরপর আগামীকাল শুক্রবার (১০ জানুয়ারি) দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করে। যদিও আগামীকাল ঠিক কোন সময় বৈঠকটি অনুষ্ঠিত হবে তা এখনো ঠিক করা যায়নি। তবে এ বিষয়ে বিএসএফের সঙ্গে বিজিবির পক্ষ থেকে যোগাযোগ হচ্ছে। এই বৈঠকের পর যদি প্রয়োজন হয় উচ্চ পর্যায়ে বৈঠক করা হবে।

তিনি আরও জানান, বিএসএফ বেড়া দিতে এসেছিল সেসময় বিজিবির পক্ষ থেকে আপত্তি জানালে কাজটি বন্ধ রাখে তারা। এর বাইরে আর এ বিষয়ে তেমন কিছুই হয়নি। যেমন সীমান্তে উত্তেজনা বা সীমান্তে আতঙ্ক বিরাজ এসব কোনো ঘটনা বা পরিস্থিতি তৈরি হয়নি। নওগাঁর সীমান্ত একদম স্বাভাবিক রয়েছে। এসব নিয়ে সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।