মাদারীপুর: জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য মো. রাকিব হাসান বলেছেন, ১৯৪৭ ও ৭১ সালের মতো ২৪-এ যে গণঅভ্যুত্থান হয়েছে তা সাংবিধানিক হিসেবে দলিল আকারে থাকবে।
এই ২৪ এর অভ্যুত্থানে প্রায় ২ হাজার মানুষ শহীদ হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে মাদারীপুর জেলার শিবচর পৌর এলাকার বিভিন্ন স্থানে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আরও বলেন, আমরা চাই ২৪-এর অভ্যুত্থান সারাজীবন বাংলাদেশের বুকে থাকুক, ৪৭ ও ৭১-এর মতো। মানুষ যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিল, প্রত্যেকটা ন্যায়সংগত দাবি পূরণ হোক। আমরা চাই নতুন একটা রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হোক। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে পুরাতন সব ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ হবে, এজন্য সবাই আমরা একত্রিত হয়েছি। '
তিনি বলেন,'আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরছি, লিফলেট বিতরণও করছি। তাদের কাছে শুনতে চাই তারা আগামীর বাংলাদেশ কেমন চায়। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি উপস্থাপন করা হবে। '
এ সময় মাদারীপুর জেলার শিবচর উপজেলা জাতীয় নাগরিক কমিটির সদস্য মো. রিয়াজ রহমান, মো. শাকিল খান, মহিউদ্দিন মাতুব্বর, রাজু আহমেদসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
আরএ