ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

এনসিটিবি ভবনের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এনসিটিবি ভবনের ভেতরে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভ শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: পাঠ্যপুস্তক থেকে ‘আদিবাসী’ শব্দ বাদ দেওয়া এবং ভারতের দালালদের উৎখাতের দাবিতে রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) ভবনের ভেতরে ঢুকে বিক্ষোভ করছেন একদল শিক্ষার্থী।

রোববার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের একটি দল ঢুকে বিক্ষোভ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদের সংগঠন স্টুডেন্টস ফর সোভারেন্টির ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টার দিকে এনসিটিবি ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করেন। এরপর বেলা সাড়ে ১১টার দিকে তারা ভবনের ভেতরে ঢুকে বিক্ষোভ করেন।  

তারা দাবি করেন, পাঠ্যপুস্তক থেকে আদিবাসী শব্দ উঠিয়ে দিতে হবে। এর আগে এ শব্দটি তুলে দিয়ে ‘উপজাতি’ শব্দটি ব্যবহার করা হয়েছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময়ে ‘আদিবাসী’ শব্দ ব্যবহার ভারতের চক্রান্ত। সমকামিতা উঠিয়ে দিতে হবে। আমাদের দাবি মেনে না নেওয়া হলে সমস্ত বই পুড়িয়ে দেওয়া হবে। দাবি মেনে নিয়ে বিবৃতি দেওয়া হলে আমরা চলে যাবো।

এদিকে গুরুত্বপূর্ণ এ ভবনে ঢোকা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।