ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা থেকে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, ২৯৮ পিস ইয়াবা ও ১০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এমএমআই/আরবি