ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে রেললাইনে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
পঞ্চগড়ে রেললাইনে পড়ে ছিল নারীর ক্ষতবিক্ষত মরদেহ

পঞ্চগড়: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় রেললাইন থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (২৭) ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলস্টেশনের রেলঘন্টি নামক এলাকার রেললাইন থেকে ক্ষতবিক্ষত মরদেহটি উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে ৫০ গজ দূরে একটি পতিত জমি থেকে রক্ত ও পায়জামাসহ একটি দেশীয় অস্ত্র (ছুরি) উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজাতে মরদেহটি রেললাইনের ওপর ফেলে রাখা হয়।

স্থানীয়রা বলছে, সকালে রেললাইনের পাশে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ, পিবিআই ও সিআইডির ক্রাইম সিনের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহসহ আলামত উদ্ধারের চেষ্টা করে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সরকার বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি রেললাইন থেকে তুলে পাশে রাখা হয়। একই সময় শরীরের বিভিন্ন অংশ আশপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে সোমবার রাতে ওই এলাকায় কয়েকজন লোক এবং এই নারীকে দেখতে পায় তারা। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি।

এদিকে ঘটনাটি চাঞ্চল্যকর বলছেন ঠাকুরগাঁও সিআইডির ইনচার্জ দেবাশীষ শাহ্। অধিকতর তদন্তে রংপুর থেকে টিম আসছে বলে জানান তিনি।

পঞ্চগড়ের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা বাংলানিউজকে বলেন, রেললাইনের মাঝখানে মরদেহটি পাওয়া যায়। ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে মরদেহটি লাইন থেকে পাশে নেওয়া হয়।  

এদিকে প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে প্রায় ৫০ গজ দূরে পতিত একটি জমিতে রক্ত ও পায়জামাসহ একটি দেশীয় অস্ত্র (ছুরি) পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহটি রেললাইনের ওপর ফেলে দেওয়া হয়। মরদেহের পরিচয় শনাক্তসহ ঘটনার কারণ বের করতে কাজ চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।