ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো মেম্বারের পানের বরজ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো মেম্বারের পানের বরজ  পুড়িয়ে দেওয়া পানের বরজ

বরিশাল: বরিশালে রাতের আঁধারে এক ইউপি সদস্যের (মেম্বার) পানের বরজে অগ্নিসংযোগ করে জমি দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

খবর পেয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামে।  

বাটাজোর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান হাওলাদার জানা, শৌলকর গ্রামের তার ডিক্রিকৃত ৭৬ শতক জমিতে ২৪০ খানা পান বরজ নির্মাণ করে দীর্ঘদিন থেকে পানের ব্যবসা করে আসছিলেন।  

সোমবার দিবাগত রাতে প্রতিপক্ষ গোলাম হোসেন ও জব্বার তালুকদারের নেতৃত্বে পান বরজে আগুন দিয়ে পুরো বরজ পুড়িয়ে দেওয়া এবং রাতের আঁধারে সেখানে ঘর নির্মাণ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তবে পান বরজ পুড়িয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত গোলাম হোসেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এমএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।