ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎ, ৪৫ মামলার আসামি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাৎ, ৪৫ মামলার আসামি গ্রেপ্তার গ্রেপ্তারের পর সোমবার হারুনুর রশিদকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢাকা: রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে বিভিন্ন ব্যাংকের হাজার কোটি টাকা আত্মসাতে অভিযুক্ত, ১৫টি মামলায় সাজাপ্রাপ্ত ও ৪৫টি মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হারুনুর রশিদকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ১২ জানুয়ারি রাতে মতিঝিলের দিলকুশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার হারুনুর রশিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানার বেশ কিছু মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। হারুনুর রশিদ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডবলমুরিং থানার আটটি মামলায় সাজাপ্রাপ্ত ও হালিশহর থানার সাতটি মামলায় সাজাপ্রাপ্ত এবং ডবলমুরিং ও হালিশহর থানার ৩০টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, হারুনুর রশিদ গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম থেকে রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় আত্মগোপন করে থাকছিলেন। তাকে গ্রেপ্তার করার জন্য ডবলমুরিং থানা থেকে মতিঝিল থানায় চিঠি পাঠালে এখানকার থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিলকুশা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মতিঝিল থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারের পর সোমবার হারুনুর রশিদকে ডবলমুরিং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এজেডএস/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।