ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত চিকিৎসাধীন রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে রোগী কল্যাণ সমিতি ও সমাজসেবা কার্যালয়।
বুধবার (১৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কেবিন ব্লকের চারতলায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও আহতদের শীতকালীন পিঠা খাওয়ানো হয়। শীতবস্ত্র বিতরণকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের চিকিৎসারও খোঁজ-খবর নিয়েছে উপাচার্যের নেতৃত্বে বিএসএমএমইউ প্রশাসন।
বর্তমানে বিএসএমএমইউ কেবিন ব্লকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহতদের মধ্যে মোট ৩৬ জন চিকিৎসাধীন।
বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম কেবিন ব্লকের প্রতিটি কক্ষে গিয়ে আহত রোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি তাদের চিকিৎসারও খোঁজ-খবর নেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার, উপাচার্যের একান্ত সচিব ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, পরিচালক (হাসপাতাল, অতিরিক্ত দায়িত্ব) ডা. হাসনাত আহসান সুমন, উপ-পরিচালক ডা. মো. আবু নাছের, সহকারী পরিচালক মো. আজিজুর রহমান, সমাজসেবা অফিসার রুমানা ইয়াসমিন, সামিয়া ইশমত সোহেলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
আরকেআর/আরআইএস