ঢাকা: রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
এদিন বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রুবেল মিয়া তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। রাষ্ট্রপক্ষে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে মতিউরের বিরুদ্ধে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, আসামি মতিউর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামি তার হেফাজতে থাকা একটি অস্ত্র রয়েছে বলে জানান। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে মতিউর রহমানের দেখানো মতে তার বাসার শয়ন কক্ষে কাঠের আলমারী থেকে তার নিজ হাতে কালো রঙের কভারের মধ্যে রাখা অস্ত্র এবং গুলি বের করে দেয়। অস্ত্রটি ১টি বার বোর বিদেশি শর্টগান। আসামিকে উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করলে আসামি উক্ত অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ২০২১ সালে শেষ হয়ে হওয়ার পরেও তা কেন নিজের হেফাজতে রেখেছেন, তার সম্পর্কে সদুত্তর দিতে পারেনি।
আসামি জানায় যে, তিনি ২৫ রাউন্ড গুলিসহ অস্ত্রটি ক্রয় করেছে। আলামত জব্দকালে ২৪ রাউন্ড গুলি পাওয়া যায়। বাকি ১ রাউন্ড গুলি তিনি কি করেছেন তারও কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। আসামি অসৎ উদ্দেশ্যে অবৈধভাবে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ আগ্নেয়াস্ত্র ও গুলি নিজ হেফাজতে রেখে অস্ত্র আইন ১৮৭৮ এর ১৯ (এ) ও ১৯ (এফ) ধারায় অপরাধ করায় এই ধারায় মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৫
কেআই/জেএইচ