ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

পিএসসির ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের কথা শুনলেন চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
পিএসসির ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের কথা শুনলেন চেয়ারম্যান

ঢাকা: এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা শেষ করার জন্য রোডম্যাপ প্রণয়নে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সরকারি কর্ম কমিশনে পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বাংলাদেশ সরকারী কর্ম কমিশন: অংশীজনের ভাবনা’ শিরোনামে কর্মশালায় এই অনুরোধ এসেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম। এ সময় আগত বিভিন্ন পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএস পরীক্ষা সম্পর্কে তাদের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিসিএস প্রিলিমিনারি, লিখিত পরীক্ষার পদ্ধতি ও সিলেবাস নিয়ে বিভিন্ন মতামত দেন এবং এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা সম্পন্ন করার জন্য রোডম্যাপ প্রণয়নের অনুরোধ জানান।

শিক্ষার্থীরা বলেন, মৌখিক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে নেটওয়ার্কবিহীন একটি ভবন করা যেতে পারে। যেখানে শুধু মৌখিক পরীক্ষা গ্রহণকারী ব্যক্তিবর্গ ও পরীক্ষার্থীরা অবস্থান করবে। ফলে কোনো স্বজনপ্রীতি বা সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। মৌখিক পরীক্ষায় যেন কোনো ধরনের অনিয়ম ঘটনা না ঘটে সেজন্য তারা চেয়ারম্যান ও সদস্যদের দৃষ্টি আকর্ষণ করেন।

শিক্ষার্থীদের অন্যতম একটি দাবি ইউনিক আইডি প্রদান করা, যেন এটি দিয়েই তারা পিএসসির সব পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, এটি একটি ঐতিহাসিক দিন, এর আগে কখনই শিক্ষার্থীদের সাথে এ ধরনের কোন কর্মশালা বা মতবিনিময় সভা করা হয়নি। এ ধরনে কার্যক্রম ভবিষ্যতে আরও করার অভিপ্রায় রয়েছে।

ইউনিক আইডি প্রদান সম্পর্কে চেয়ারম্যান বলেন, ইতোমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। যোগ্য ও উপযুক্ত কর্মকর্তা নিয়োগের লক্ষ্যে শিক্ষার্থীরা কেমন কর্ম কমিশন চায় তাদের মতামতের আলোকে স্বপ্নের কর্ম কমিশন গড়ে তোলা হবে।

কমিশনের চেয়ারম্যান বলেন, যেসব সংস্কার ও পরিবর্তনের মতামত শিক্ষার্থীরা দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করা হবে এবং উপযুক্ত পরামর্শ বাস্তবায়ন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।