ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযানে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযানে লাখ টাকা জরিমানা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন সব রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, স্থাপনা ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী নির্মাণাধীন ভবনের মালামাল ইত্যাদি উচ্ছেদে একযোগে ডিএনসিসির ১০টি অঞ্চলে অভিযান শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের  জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন।

তিনি জানান, গত ১১ জানুয়ারি থেকে টানা ডিএনসিসির ১০টি অঞ্চলে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জনদুর্ভোগ নিরসনে এ অভিযান চলমান থাকবে।  

মকবুল হোসাইন জানান, ১৬ জানুয়ারি পর্যন্ত সাতদিনে ডিএনসিসির ১০টি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মোট ২০টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমএমআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।