ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়কে ঝরল ২ জনের প্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
রাজধানীতে সড়কে ঝরল ২ জনের প্রাণ

ঢাকা: রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, মিরপুর কালশীর এলাকায় পোশাক শ্রমিক সিয়াম (১৫) ও আসাদগেট এলাকায় সিএনজি আরোহী কাপড় ব্যবসায়ী আদম আলী(৫৫)।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে আসাদগেট এলাকায় ট্রাকচাপায় সিএনজি আরোহী আদম আলী (৫৫) আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসে। চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মারা যান।

এছাড়া মিরপুর কালশী এলাকায় রাত সাড়ে ১১টার ট্রাকচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয় সিয়াম। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

আহতরা হলেন নিহত আদম আলী ছেলে সাকের আলী (১৬), ভাতিজা নবী হোসেন (৪৫) ও  মেয়ের জামাই সাখাওয়াত হোসেন (৩৫)। তাদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত আদম আলীর ভাতিজা মো. মাসুম জানান, তাদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার মুক্তা রামপুর গ্রামে। তার বাবার নাম ওয়ারেজ আলী। তার চাচা আদম আলী এলাকায় কাপড়ের ব্যবসা করতেন। ছেলে সাকের আলী অসুস্থতার কারণে গতকাল তারা চারজন ঢাকায় আসে ডাক্তার দেখাতে। সিএনজিতে করে ধানমন্ডি পপুলার হাসপাতালে যাচ্ছিল। আসাদ গেট এলাকায় একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে তারা আহত হয়। পরে পথচারীরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তার চাচা আদম আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে মৃত সিয়ামের বন্ধু মো. সিরাজুল জানান, সিয়াম রূপনগর ইস্টার্ন হাউজিং এলাকায় থাকতো। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করতো। রাতে আরেক বন্ধুর মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। মিরপুর কালশী ফ্লাইওভারের নিচে আসলে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সিয়াম। খবর পেয়ে দ্রুত সেখান থেকে ঢাকা মেডিকেলে নিযে আসলে মারা যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মিরপুর ও আসাদগেট এলাকা থেকে দুজনকে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৫
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।